July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

৩২ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মালদায়

মালদা, ৩২ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মালদা শহরের যুব আবাস প্রাঙ্গনে।
ইতিমধ্যে শুরু হয়েছে মালদা জেলা বই মেলার প্রস্তুতি।
১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৬দিন ধরে চলবে ৩২ তম মালদা জেলা বই মেলা।
গত দুই বছর ধরে বই মেলা অনুষ্ঠিত হয়েছিল মালদা শহরের সদরঘাট এলাকায়। তার আগে মেলা অনুষ্ঠিত হত মালদা কলেজ ময়দানে।
২০২১ সালে ৩২ তম মালদা জেলা বই মেলা অনুষ্ঠিত হবে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড যুব আবাস প্রাঙ্গণে। চলছে তারি জোর প্রস্তুতি।
এবছর বই মেলায় থাকবে ১১০ টি স্টল। তারমধ্যে থাকতে পারে কলকাতার 50 টি বইয়ের স্টল, এছাড়া বাংলাদেশের বইয়ের স্টল মেলায় থাকে তার আবেদন জানানো হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৯ জানুয়ারি। এবারে বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার। উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয়।