January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

১৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সিপিএমের

স্থায়ী ভাঙ্গন ও বন্যা প্রতিরোধ এবং পরিযায়ী শ্রমিক দের নানা সমস্যা সমাধান সহ মোট ১৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সিপিএমের।

স্থায়ী ভাঙ্গন ও বন্যা প্রতিরোধ এবং পরিযায়ী শ্রমিক দের নানা সমস্যা সমাধান সহ মোট ১৬ দফা দাবি নিয়ে বাঙ্গিটোলা অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল সিপিআইএম দল।

আজ বাঙ্গীটোলা অঞ্চলের কয়েকশ সিপিএম কর্মী মূলত সিটু নেতা সইফুদ্দিন আহমেদ ও অচিন্ত্য মিশ্রের নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
মূলত ভাঙ্গন ও বন্যা প্রতিরোধ ছাড়াও পরিযায়ী শ্রমিকদের তালিকা প্রকাশ , তাদের একাউন্টে ১০০০০ টাকা সহ রেশনের বিভিন্ন দ্রব্য প্রদান, পরিযায়ী শ্রমিকদের সকলকে ১০০ দিনের কাজে অন্তর্ভুক্তি , বিভিন্ন আবাস যোজনার তালিকা প্রকাশ , এলাকার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান , এলাকার ধ্বংস হয়ে যাওয়া জল নিষ্কাশন ব্যবস্থা র প্রচেষ্টা করা , সহ এলাকার বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করা , ও স্থানীয় গরিব পরিযায়ী শ্রমিক দের ১০০ দিনের কাজকে বাড়িয়ে ২০০ দাবি তুলে সিপিএম রা।
সিপিএম নেতা সইফুদ্দিন সেখ জানান , গত 10 বছর ধরে বাংলার উন্নয়নের স্তব্ধ হয়ে আছে। পঞ্চায়েতে যারা সদস্য হয়েছেন তারা শুধু নিজেদের উন্নয়ন করতে ব্যস্ত।এলাকায় নদী ভাঙ্গন, বন্যা পরিযায়ী শ্রমিক ছাড়া ও একাধিক সমস্যা থাকলেও তাদের সেদিকে নজর নাই। তাই আমরা স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করলাম। আমাদের দাবিগুলো পূরণের জন্য আগামী দিনে পঞ্চায়েত প্রধানের যদি কোনরকম পদক্ষেপ না দেখতে পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। “

সিপিএমের এই কর্মসূচি প্রসঙ্গে বাঙ্গি টোলা অঞ্চলের প্রধান সানতারা খাতুন জানিয়েছেন,” সিপিএমের সমস্ত দাবিদাওয়াগুলো পেয়েছি । তারা যে দাবিগুলো জানিয়েছে সেগুলি একটি প্রধানের পক্ষে করা সম্ভব নয়। এটা প্রশাসনের উপর মহলের চিন্তা ভাবনার বিষয়। তাই ওদের দাবিগুলো ইয়ামি অতি শীঘ্রই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেবো।”