November 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

১২ কামরার বদলে নয় কামরার ট্রেন চলল শিয়ালদা থেকে

জুলাইয়ের পয়লা থেকে শিয়ালদহ ডিভিশনের সমস্ত যাত্রীবাহী ট্রেন ১২ বগির হয়ে যাবে। কিন্তু সেকথা রাখেনি রেল! সোমবারও শিয়ালদহ ডিভিশনে ৯ কামরা নিয়েই ছুটল লোকাল ট্রেন। আর তাতে বিক্ষুব্ধ যাত্রীরা। শিয়ালদহে পৌঁছেই ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। এনিয়ে শিয়ালদহ ডিভিশন জানিয়েছে, সোমবার ১১০টি রেকের মধ্যে ৩৮টি ছিল ন’বগির। সেগুলিকে ১২ বগি করা হয়েছে। দু-একটির কাজ অপূর্ণ, তাই ট্রেনগুলি চালাতে বেশ খানিকটা সময় লাগবে বলে স্বীকার করে নেওয়া হয়েছে।

সপ্তাহের প্রথম দিন কৃষ্ণনগর-শিয়ালদহ (৩১৮২০) ডাউন লোকাল ছিল ন’কামরার। অফিসের ব্যস্ত সময়ে সেই অসহনীয় যন্ত্রণা নিয়ে শিয়ালদহ পৌঁছে ক্ষোভ উগরে দিলেন ওই ট্রেনের যাত্রীরা। ৩১২২০ ট্রেনটিও এদিন সকালে আসে ৯ কামরা নিয়ে। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, ছোট রেকগুলি নৈহাটি-ব্যান্ডেলের মধ্যে চালানোর কথা ছিল। অথচ সেই শাখায় ১২ বগির ট্রেন দিয়ে, মেন শাখায় ৯ বগির ট্রেন চালাচ্ছে রেল! যে শাখায় ১২ বগির ট্রেন বেশি দরকার, সেখানে ৯ বগির ট্রেন কেন চালানো হচ্ছে? কেন যাত্রী স্বাচ্ছন্দ্যে এতটা উদাসীন রেল ? এসব প্রশ্ন তুলেছেন যাত্রীরা।