এখন নতুন টার্গেট হাজার কোটি | কিছু দিন আগে সালমান খান বলেন যে ১০০ কোটি এখন পুরনো হয়ে গেছে | নতুন ট্রেন্ড 1000 কোটি | এবার সেই হাজার কোটি টার্গেট শাহরুখ খানের “জওয়ান” |দীর্ঘ ১৮ দিনে সেই তকমা ছিনিয়ে নিলো শাহরুখ খান |
এখনো পর্যন্ত এই ছবির আয় ছড়ালো এক হাজার চার কোটির বেশি | এখনো পর্যন্ত শাহরুখ খানের দুটি ছবি ১০০০ কোটির গণ্ডি ছড়ালো | জওয়ান ও পাঠানের হাত ধরে সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়লো শাহরুখ | তিনি প্রমাণ করে দিলেন তিনি শুধু কিং অফ রোমান্স নন | তিনি বক্স অফিসে বাদশা |
প্রসঙ্গত, জওয়ান ছবিটি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষাতে মুক্তি পায় । যার ফলে শাহরুখের অনুরাগীরা প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে তাদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো | শুধুমাত্র হিন্দিতে এই ছবিটি ৫০০ কোটি টাকা ব্যবসা করেছে | তামিল ও তেলেগু ভাষায় ৫৭ কোটি | যা কিছুটা হলেও পাঠানের তুলনায় বেশি।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী