
এখন নতুন টার্গেট হাজার কোটি | কিছু দিন আগে সালমান খান বলেন যে ১০০ কোটি এখন পুরনো হয়ে গেছে | নতুন ট্রেন্ড 1000 কোটি | এবার সেই হাজার কোটি টার্গেট শাহরুখ খানের “জওয়ান” |দীর্ঘ ১৮ দিনে সেই তকমা ছিনিয়ে নিলো শাহরুখ খান |
এখনো পর্যন্ত এই ছবির আয় ছড়ালো এক হাজার চার কোটির বেশি | এখনো পর্যন্ত শাহরুখ খানের দুটি ছবি ১০০০ কোটির গণ্ডি ছড়ালো | জওয়ান ও পাঠানের হাত ধরে সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়লো শাহরুখ | তিনি প্রমাণ করে দিলেন তিনি শুধু কিং অফ রোমান্স নন | তিনি বক্স অফিসে বাদশা |
প্রসঙ্গত, জওয়ান ছবিটি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষাতে মুক্তি পায় । যার ফলে শাহরুখের অনুরাগীরা প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে তাদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো | শুধুমাত্র হিন্দিতে এই ছবিটি ৫০০ কোটি টাকা ব্যবসা করেছে | তামিল ও তেলেগু ভাষায় ৫৭ কোটি | যা কিছুটা হলেও পাঠানের তুলনায় বেশি।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির