করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করবে হোমিওপ্যাথি ওষুধ। এমনটাই জানালো কেন্দ্র। আয়ুর্বেদ মন্ত্রক তরফে টুইট করে জানানো হয়েছে, হোমিওপ্যাথি চিকিৎসায় করোনা ভাইরাস প্রতিরোধ করা যায়। করোনা আক্রান্তের উপসর্গ সারানোর জন্য ইউনানি ওষুধ অত্যন্ত কার্যকর। এর জন্য একটি নির্দেশিকাও জারি করা হয়। কী করা উচিত, কী করা উচিত নয় তার একটি তালিকা প্রকাশ করা হয়। এমন কী ওষুধ খেতে হবে, তা-ও বলা হয়েছে। কেন্দ্রের আয়ুর্বেদ মন্ত্রক থেকে জানানো হয়েছে, আরসেনিকাম অ্যালবাম ৩০ এই ভাইরাস প্রতিরোধে সক্ষম। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাস মোকাবিলায় অসহায় হয়ে পড়েছে চিন। এই মারণ ভাইরাস ভারতেও ঢুকে পড়েছে। এই পরিস্থিতিতে হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা এই মরন রোগ প্রতিরোধ করতে কতটা সক্ষম হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।