মা হৈমন্তীকার আগমনে সেজে উঠেছে আলোর শহর চন্দননগর | থিমের দৌড়ে এ বছর দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী ছুটে আসছে চন্দননগরের পথে | এবছর দেবী প্রতিমার সাজসজ্জা ও থিমের বাহার যেন একে অন্যকে টেক্কা দিচ্ছে | দেবীর সাজ, চালচিত্র বহু কাল ধরে চন্দননগরের পূজার অন্যতম আকর্ষণ | কিন্তু তাকে থিমের মতো গড়ে তোলা এবং গণ উদ্যোগে পরিণত করা এবছরে প্রথম দেখা যাচ্ছে চন্দননগরে |
ঝাকে ঝাকে পুজো কমিটির শামিল হয়েছে নতুন এই ধারায় | চন্দননগরের পুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে শহর | চারিদিকে আলোর রোশনায় মেতে উঠেছে আপামোর চন্দননগরবাসী | এ বছর প্রথম উর্দি বাজার সার্বজনীন পূজা কমিটি সাজসজ্জা তে থিম তুলে ধরেছে | “রামায়ণ” কে চালচিত্র ও সাজের থিম করা হয়েছে | সোলার বুনটে সাজে সেজে উঠেছে সীতা হরণ, হনুমানের গন্ধমাদন বহন এবং বুক চিরে রাম সীতার প্রকাশ | মঙ্গল ঘট থেকে প্রদীপ, ধুনুচি, কলা গাছ গণপতির আদল কে বানানো হয়েছে থিমে |

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি