
গুঞ্জনে শোনা গিয়েছিল হেরা ফেরি থ্রি ছবিতে থাকছেন না অক্ষয় কুমার | কিন্তু অক্ষয় কুমারকে ছাড়া হেরাফেরি জমতেই পারে না | এমনটাই মনে করেন অনুরাগীরা | এরপরই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায় | আর এবার অনুরাগীদের কথা ভেবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন অক্ষয় কুমার |
জানা গেল হেরাফেরি থ্রি ছবিতে থাকছেন অক্ষয় কুমার । সুত্রের খবর, ছবি প্রযোজক ফিরোজ নাদিয়া দওয়ালাই নাকি অনেক কষ্টে এই ছবির জন্য রাজি করিয়েছেন অক্ষয় কুমারকে | পাশাপাশি জানা যাচ্ছে, এই ছবির জন্য পারিশ্রমিক হিসাবে ৯০ কোটি টাকা চেয়েছেন অক্ষয় কুমার।
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’