হৃদরোগ আক্রান্ত আমির খানের মা জিনাত হুসেন | বর্তমানে তিনি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন | তবে হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন আমির খানের মা | চিকিৎসার সাড়া দিয়েছেন তিনি |
প্রসঙ্গত দীপাবলির সময় আক্রান্ত হয়েছিলেন তিনি | সে সময় আমির খান তার মায়ের সঙ্গে তাদের পঞ্চগনির বাড়িতেই ছিলেন | মায়ের হৃদয়ে আক্রান্ত হওয়ার পর তিনি তাকে দ্রুত মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসেন | তখন থেকে মায়ের সঙ্গে রয়েছেন অভিনেতা ।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী