পহেলা নভেম্বর থেকে এখনো পর্যন্ত লড়াই চলছে ঐন্দ্রিলা শর্মার | ব্রেনস্টোকে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা চলছিল তার | তবে এরই মধ্যে অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে | তবে এখনো হাল ছাড়েনি চিকিৎসকেরা | আশা ও হারাচ্ছেন না কেউ |
আজ সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি | পরিস্থিতি অবনতি হচ্ছে দেখে সিপিআর দেওয়া হয়ে তাকে | আর তাতে সারাও দিয়েছেন ঐন্দ্রিলা | এখনো সংকট কাটেনি বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে | তবে এখনো ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়