December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হাসপাতাল থেকে ছুটি পেয়েই পোলবা পোলকার কান্ডে গ্রেফতার অভিযুক্ত পবিত্র দাস

পোলবা পোলকার দুর্ঘটনায় গ্রেফতার করা হল আর এক অভিযুক্ত পবিত্র দাসকে। পোলকার দুর্ঘটনায় এসএসকেএম-এ ৮ দিন আমরন লড়াই করে থেমে যায় ছোট্ট ঋষভের হৃদস্পন্দন। মাল্টি অর্গান ফেলের কারণে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঋষভ সিং। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর জখম আরেক ছাত্র দিব্যাংশু ভগৎ।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত সে এসএসকেএম-এ চিকিৎসাধীন। গত ১৪ ফেব্রুয়ারি শ্রীরামপুর থেকে পড়ুয়াদের নিয়ে চুঁচুড়ার একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নিয়ে যাওয়ার পথে পোলবায় দুর্ঘটনার করলে পড়ে পুলকারটি। ঘটনায় প্রথমেই গ্রেফতার করা হয় গাড়ির মালিক শেখ শামিম আখতারকে।

এরপর এই মর্মান্তিক ঘটনার তদন্তে নামার পর পুলিশ জানতে পারে মাঝপথে শামিমের কাছ থেকে গাড়ির স্টিয়ারিং ধরেছিলেন অভিযুক্ত পবিত্র দাস। যদিও ঘটনার পর গুরুতর জখম হন পবিত্র দাসও। দুর্ঘটনার পর থেকে পবিত্র দাস কল্যাণীর জহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে ওঠায় আজ সকালে পবিত্রকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাঁকে গ্রেফতার করে পোলবা থানার পুলিশ।