
শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী । সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবুও চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছিলেন তাঁকে। সব ঠিক থাকায় শুক্রবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সাড়ে আটটা নাগাদ দিল্লির রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কংগ্রেসের রাজ্যসভা সাংসদকে। সম্ভবত পেটে কিছু সমস্যা হয়েছিল তাঁর। বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সমীরণ নন্দীর তত্ত্বাবধানে রাখা হয় বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে। আপাতত সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, কিছু রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তাঁর শারীরিক পরীক্ষার সমস্ত রিপোর্টও স্বাভাবিক রয়েছে বলে খবর।
More Stories
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ফুটবল ড্রাইভ সম্পন্ন করল আর এফ লং টার্