
হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী | ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, বলে জানা গিয়েছে | দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে |
তবে সূত্রের খবর, চিন্তার কোন কারণ নেই | সামান্য জ্বর রয়েছে | তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল | চিকিৎসকদের পর্যবেক্ষণই রয়েছেন সোনিয়া গান্ধী ।
প্রসঙ্গত এ বছর আরো দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি | ১২ই জানুয়ারি ফুসফুসে সংক্রমণ নিয়ে ওই একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি | এরপর পাঁচ দিন থেকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সোনিয়া | ফের জ্বর হওয়ার কারণে 2 মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী । সামনেই নির্বাচন, এগিয়ে আছে দিন | সম্প্রতি মুম্বাইতে আনুষ্ঠানিক বিরোধী জোটের বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি |
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে