হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী | ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, বলে জানা গিয়েছে | দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে |
তবে সূত্রের খবর, চিন্তার কোন কারণ নেই | সামান্য জ্বর রয়েছে | তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল | চিকিৎসকদের পর্যবেক্ষণই রয়েছেন সোনিয়া গান্ধী ।
প্রসঙ্গত এ বছর আরো দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি | ১২ই জানুয়ারি ফুসফুসে সংক্রমণ নিয়ে ওই একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি | এরপর পাঁচ দিন থেকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সোনিয়া | ফের জ্বর হওয়ার কারণে 2 মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী । সামনেই নির্বাচন, এগিয়ে আছে দিন | সম্প্রতি মুম্বাইতে আনুষ্ঠানিক বিরোধী জোটের বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি