নিজস্ব প্রতিনিধি, মালদাঃ সামাজিক দূরত্ব বজায় রেখে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের এক বেলা ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করল এক সেনা জওয়ানের পরিবার। রবিবার দুপুরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে খাবারের প্যাকেট তুলে দেন জওয়ানের পরিবারেরা। করোনা মোকাবিলায় মালদা জেলাতেও চলছে লকডাউন পরিস্থিতি। এর ফলে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে খাবার হোটেল। এই পরিস্থিতিতে রবিবার প্রায় ৭০০ রোগীর পরিজনদের ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয় জওয়ানের পরিবারের পক্ষ থেকে। রোগীর পরিজনদের খাবার দেওয়ার আগে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চক দিয়ে বন্দী করে দেওয়া হয় রোগীর পরিজনদের দাঁড়ানোর জন্য। যাতে কারো সাথে কারো সংস্পর্শ না হয়। এরপর তাদের হাতে ফয়েল প্যাকেট তুলে দেন জওয়ানের পরিবারেরা ।