
ফের হাসপাতালে কামারহাটির বিধায়ক মদন মিত্র | শুক্রবার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় | রাতে অবস্থা অবনতি ঘটলে মাঝরাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
সূত্রের খবর, শহরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি থাকাকালীনই চোট পেয়ে হাতের হাড় ভাঙে মদন মিত্রের। অস্ত্রোপচার করতে হয়। পরিজনেরা জানাচ্ছেন, বাড়িতে ফিরলেও অত্যন্ত দুর্বল ছিলেন বিধায়ক। উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ক্রমশ হিমোগ্লোবিন কমতে শুরু করে। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও কমেছিল। একই কথা বারবার বলার মত সমস্যা দেখা দেয়। আবার, পিঠের একটি হাড় ভেঙেছে বলেও সন্দেহ করা হচ্ছে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়