সপ্তাহের শুরু থেকেই পরপর দুদিন বৃষ্টিতে ভিজেছে শহর। কলকাতার পাশাপাশি বাকি জেলা গুলিতেও বৃষ্টি হয়েছে। শীতের বিদায় কালে বৃষ্টির জেরে, আগামী কয়েকদিন হালকা শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ পরিস্কার। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ বৃষ্টির ফলে উত্তরবঙ্গের জেলা গুলিতে হালকা ঠান্ডা থাকবে৷