
হার কাপানো ঠান্ডা বজায় থাকবে চলতি সপ্তাহে | গত ২৪ ঘণ্টায় পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সন্ধে নামার পর থেকেই নিম্নমুখী তাপমাত্রা পারদ | উত্তরবঙ্গে কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে | আপাতত গঙ্গাসাগরের মেলা পর্যন্ত এমনই শীতের ইনিংস জারি থাকবে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ।
কলকাতায় আপাতত বজায় থাকবে কনকনে ঠান্ডা | আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে শীতের এই স্পেল বজায় থাকবে আরও তিনদিন | আপাতত স্বাভাবিকের তুলনায় নিচে থাকবে তাপমাত্রা | ঠান্ডা আমেজ আরো কয়েক সপ্তাহ বহাল থাকবে বঙ্গে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 12.9 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21.5 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 41 শতাংশ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়