September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

হাতেগোনা কয়েকজন কে নিয়ে প্রচারে বের হয়েছেন ইংরেজবাজার জোট প্রার্থী

মালদাঃ-হাতেগোনা কয়েকজনক নিয়ে প্রচারে বেরোচ্ছেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী কৌশিক মিশ্র। শনিবার সকালে লক্ষীপুর কলোনি কাজলদীঘি এলাকায় প্রচারে বের হন। তৃণমূল, বিজেপি রাজ্য তথা দেশের পক্ষে ক্ষতিকর। ওই দুই দলের বিরুদ্ধে তাদের প্রচার। পাশাপাশি করোনা সঙ্কটের সময়ে বামফ্রন্ট ঘোষণা মতো বড় বড় মিটিং, মিছিল বন্ধ রেখেছেন। পরিবর্তে ছোট করে প্রচার চালাচ্ছেন। সেখানে হাতে গোনা কয়েকজন কর্মি। প্রার্থী কৌশিক মিশ্র এদিন বলেন, ‘‌আমরা নির্বাচনী প্রচারের পাশাপাশি করোনা বিধিও মেনে চলার বার্তা দিচ্ছি। নির্বাচন যাবে, নির্বাচন আসবে। মানুষের জীবনের থেকে বড় কিছু আর নেই। তাই সেদিকে আগে খেয়াল রাখতে হবে মানুষকে।’‌