হাতির আক্রমণে মৃত্যু এক ব্যাক্তির। মালবাজার ব্লকের গাজলডোবা সাত নাম্বার কলনী এলাকার ঘটনা৷ খবর পেয়েই ঘটনা স্থলে যায় মালবাজার পুলিশ এবং তারঘেরা বন দপ্তরের আধিকারিকেরা।
মৃত ব্যাক্তির নাম হরি ছেত্রী(৩৬)। বাড়ি গাজোলডোবার সাত নাম্বার কলনী এলাকায়। মৃতের স্ত্রী
বিমলা ছেত্রী বলেন, সকালে স্বামী মাঠে গরু নিয়ে গিয়েছিলো, সেই সময় পাশে বৈকন্ঠপুর জঙ্গল থেকে একটি হাতি এসে স্বামীকে শুর দিয়ে তুলে আছার মারে। ঘটনা স্থলেই মৃত্যু হয় স্বামী। সংসারের এক মাত্র উপার্জনকারি ছিলো স্বামী। এখন কি ভাবে সংসার চলবে ভেবেই পাচ্ছিনা। পাশ্ববর্তী জঙ্গল থাকায় মাঝে মধ্যেই হাতি চলে আসছে লোকালয়ে। আর এতেই ভয়ে ভয়ে দিন কাটে আমাদের।
এব্যাপারে তারঘেরা বন দপ্তরের রেঞ্জার শুভজিৎ মৈত্র ফোনে জানিয়েছে, মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, তার পাশেই রয়েছে বৈকন্ঠপুর জঙ্গল। এই জঙ্গল থেকে হাতিটি বেরিয়েছিলো। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মালবাজার পুলিশ। সরকারি নিয়মে অনুযায়ী ব্যাবস্থা নেবে বন দপ্তর। উর্ধতন কতৃপক্ষকে সব জানিয়েছি
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী