হাজারও বাধা পেরিয়ে বউবাজারে মেট্রোর টানেল তৈরির কাজ সম্পূর্ণ। এবার পালা হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ পর্যন্ত সংযুক্তিকরণের কাজ। তবে এই কাজের জন্য ভোগান্তির শিকার হতে পারেন আমজনতা। কারণ, প্রায় দেড়মাস হাওড়া থেকে এসপ্ল্যানেড আবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধ থাকতে পারে মেট্রো পরিষেবা। যদিও এখনও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
২০১৯ সালে প্রথমবার মেট্রোর কাজের জন্য বউবাজারে বাড়িতে ধস নামে। এরপর ২০২২ সালে প্রথমবার মে মাসে এবং দ্বিতীয়বার অক্টোবরে বউবাজারে বাড়িতে ধস নামে। কমপক্ষে ৭০টি বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রায় বছরের প্রতীক্ষার পর গত ডিসেম্বরেই বউবাজারের টানেলের কাজ শেষ হয়। মেট্রো কর্তৃপক্ষের পরবর্তী পরিকল্পনা হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভকে যুক্ত করা। তথ্য বলছে, হাওড়া এবং শিয়ালদহ সবচেয়ে ব্যস্ত স্টেশন। এই রাস্তায় প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। প্রতি ঘণ্টায় হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত অন্ততপক্ষে ৭২টি বাতানুকূল বাস যাতায়াত করে। সময়ও লাগে অনেক বেশি। যানজটের ফলে ভোগান্তির শিকারও হন অনেকেই। অথচ এই রাস্তায় মেট্রো চলাচল শুরু হলে মাত্র ১১ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। সে কারণে দুটি ব্যস্ত স্টেশনকে মেট্রো পথে সংযুক্তিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
More Stories
২ রাজ্যে ভারী তুষারপাতের সম্ভাবনা
শহরে ফের গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক
ফের আছড়ে পড়ছে পশ্চিমী ঝঞ্ঝা