December 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হাওড়া ব্রিজ সেজে উঠবে নতুন আলোকসজ্জায়

হাওড়া ব্রিজ সেজে উঠবে নতুন আলোকসজ্জায়। ৭৬ বছরের পুরনো হাওড়া ব্রিজ এবার এলইডি লাইটে সাজতে চলেছে। এর জন্য ৬৫০ ডায়নামিক কালারড এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে৷ সূএের খবর, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুতে ১ লাখেরও বেশি গাড়ি প্রতিদিন যাতায়াত করে৷ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কলকাতা সফরে এসে মিলেনিয়াম পার্ক থেকে রিমোটে হাওড়া ব্রিজের সাউন্ড-লাইট শো উদ্বোধন করেছিলেন। এরপর আড়াই মিনিটের এই শব্দ-আলোর খেলা সম্প্রতি মিলেনিয়াম পার্কে বসানো হয়।