
চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | হাঁটুর নিচে লিগামেন্ট ও কোমরের বাঁদিকে চোট পেয়েছেন তিনি | তবে আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান মুখ্যমন্ত্রী |
সূত্রের খবর, জলপাইগুড়ি ক্রান্তি থেকে বাগডোরার পথে হঠাৎই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে হেলিকপ্টার | আবহাওয়া এতটা খারাপ ছিল যে বাগডোরায় নামানো যায়নি হেলিকপ্টার । পাইলট হেলিকপ্টার নিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেন | শেষ পর্যন্ত সালুগাড়ার কাছে সেনা ছাউনিতে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন