December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হলদিয়া বন্দরের প্রধান প্রশাসনিক অফিসে জওহর টাওয়ারে ইলেকট্রিক্যাল রুমে বিদ্যুতের কেবল ফেটে আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের প্রধান প্রশাসনিক অফিসে জওহর টাওয়ারে ইলেকট্রিক্যাল রুমে বিদ্যুতের কেবল ফেটে আতঙ্ক ছড়াল। এদিন সকাল নাগাদ জওহর টাওয়ার থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখেন পাহারায় থাকা সি আই এস এফ জওয়ানরা। সঙ্গে সঙ্গে বন্দরের দমকল বিভাগকে জানানো হয়। কয়েকশো মিটার দূরে থার্ড অয়েল জেটিতে থাকা দমকলের ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছয়। বন্দর সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জওহর টাওয়ারের বেসমেন্টে থাকা ইলেকট্রিক্যাল রুমে সর্টসার্কিট থেকে আগুন লেগেই এই বিপত্তি। এলাকায় রটে যায় বন্দরের জাহাজে আগুন লাগে। বন্দর জুড়ে আতঙ্ক তৈরী হয়। আসল কারন,হলদিয়া বন্দরের প্রধান প্রশাসনিক অফিসে
বর্ষার জল ঢুকে এই সর্টসার্কিট হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় নিয়মিত নজর দারি নিয়ে প্রশ্ন উঠেছে। আগুন বাড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। ইলিকট্রিক্যাল রুমের উপরেই বন্দরের ক্যাশ সেকসন ও ভল্ট রয়েছে। এর ফলে জওহর টাওয়ার আপাতত বিদ্যুতহীন অবস্থায় রয়েছে। এখানেই বন্দরের সমস্ত প্রশাসনিক কর্তারা বসেন।