December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হলদিয়ায় “ঘুঘুর বাসা” ভাঙ্গার হুঁশিয়ারি অভিষেকের

একুশে বঙ্গ বিধানসভা ভোটের পরেই প্রথমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে পা রাখলেন ডায়মন্ড হারবারের সাংসদ | হলদিয়ায় ঠিকাদারদের “ঘুঘুর বাসা” ভাঙার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় |

আগামী হলদিয়া পুরভোটে কোন ঠিকাদার প্রার্থী হবেন না, বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক | তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, যে সমস্ত ঠিকাদাররা অনুগামী পরিচয় দিয়ে শ্রমিকের প্রাপ্য বঞ্চিত করেছে, তাদের শ্রীঘরে ঢোকার ব্যবস্থা হচ্ছে | একইসঙ্গে তিনি শ্রমিকদের প্রাপ্য পাইয়ে দেওয়ার কথা বলেন | তিনি শ্রমিক সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে বার্তা দেন, “আপনাদের যা সমস্যা তা সরাসরি আমাদের জানান | আমরা শুনব আপনাদের কথা” |