
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বললা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তপন বিধানসভার হরিহরপুর এলাকায় এক ব্যক্তির ভোট অন্যজন দিয়ে দেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে হরিহরপুর এলাকার বাসিন্দা আজহার উদ্দিন মিয়া নামে এক ব্যক্তি তার ভোট হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ে দিতে গিয়ে দেখেছে তার ভোট অন্য কেউ দিয়ে গেছে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য। এরপর আজার উদ্দিন মিয়া স্থানীয় বি এল আর ও কে বিষয়টি জানালে তার জন্য চ্যালেঞ্জ ভোটের ব্যবস্থা করা হয়। এরপর এলাকায় উত্তেজনা কিছুটা কমে। এরপর আমিও প্রশাসন এবং নির্বাচনী দপ্তরের আধিকারিকরা গিয়ে এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এই ছোট্ট একটি ঘটনা ছাড়া দক্ষিণ দিনাজপুর জেলায় ভোটচিত্র মোটের ওপর শান্তিপূর্ণ।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা