September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হকার উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র হয়ে উঠল নিউ মার্কেট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্দেশ অনুযায়ী, রাজ্যে বেআইনিভাবে দখল করা যে কোনও জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে অবৈধ দোকান, ভাঙতে হবে অবৈধ নির্মাণ। সেইমতো বিভিন্ন বাজার এলাকা সংলগ্ন ফুটপাত থেকে হকারদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে রাতারাতি উচ্ছেদ নয়, নিয়ম মেনে পুনর্বাসনের ব্যবস্থা করে তবে তাঁদের তোলা যাবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নিউ মার্কেট এলাকা দেখতে যান মেয়র ফিরহাদ হাকিম , সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমাররা। এর পরই সেখান থেকে কীভাবে হকারদের সরিয়ে পুনর্বাসন দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন।

হকার উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র হয়ে উঠল নিউ মার্কেট। হকারদের একাংশের রাস্তা অবরোধের জেরে সমস্ত বাজার বন্ধ হয়ে গেল। শনিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়ালেন হকাররা। ব্যবসায়ীদের অভিযোগ, হকার সংগঠনের নেতা তাঁদের একজনের গায়ে হাত তুলেছেন। যদিও হকার নেতার দাবি, এসব বানানো কথা। তিনি কারও গায়ে হাত তোলেননি। বরং পুলিশই জোর করে উচ্ছেদ করছিল। তার প্রতিবাদ করেছেন তাঁরা। তবে হকারদের এই বিক্ষোভের জেরে নিউ মার্কেট চত্বরের শ্রীরাম আর্কেড, হগ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল, সিটি মার্ট-সহ সমস্ত বড় বিপণি বন্ধ হয়ে গেল। ব্যবসায়ীদের দাবি, তাঁদের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।