March 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

স্যানিটাইজার তৈরির অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের

করোনা এড়াতে সস্তায় হ্যান্ড স্যানিটাইজার তৈরির পথে উদ্যোগ এবার কলকাতা পুলিশের। যদি স্যানিটাইজারের অভাব হয় বাজারে, যাতে স্যানিটাইজার কম না পড়ে, তার জন্যই এমন অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের। সূত্রের খবর, আইসোপ্রোপাইল অ্যালকোহল ও তার সঙ্গে অ্যালোভেরা। এই দু’টি মূল উপাদান দিয়েই স্যানিটাইজার তৈরি করতে চাইছে পুলিশ। পুলিশ জানিয়েছে, লালবাজারের নির্দেশে কলকাতার প্রত্যেকটি থানার পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীর হাত ধুতে হবে স্যানিটাইজার দিয়ে। যাঁরা থানায় অভিযোগ জানাতে অথবা অন্য কাজে আসছেন, তাঁদের হাতও স্যানিটাইজার দিয়ে ধোবার পর প্রবেশ করতে হবে থানার ভিতর। আপাতত এই নির্দেশ পুলিশকে মানতে হবে বেশ কিছুদিন। কিন্তু তার জন্য বিপুল পরিমাণ স্যানিটাইজারের প্রয়োজন হবে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার যদি বাজারে না থাকে, তাহলে সমস্যায় পড়তে হবে। আর তা তৈরি করার ব্যবস্থা করেছেন বহু পুলিশকর্মীই। অন্যদিকে পুলিশ জানিয়েছেন, ‘হোম মেড’ স্যানিটাইজার তৈরির জন্য প্রয়োজন আইসোপ্রোপাইল অ্যালকোহল। নিয়ম অনুযায়ী, ৬০ থেকে ৭০ শতাংশ অ্যালকোহল স্যানিটাইজারে থাকতে হবে। সাধারণভাবে বাজারে যে আইসোপ্রোপাইল অ্যালকোহল পাওয়া যায়, তা ৯৯.৯ শতাংশ। তাই এই অ্যালকোহল দিয়ে স্যানিটাইজার তৈরি করতে কোনও অসুবিধাই নেই। তার সঙ্গে মেশাতে হবে ৯৮ শতাংশ অ্যালোভেরা। দুই কাপ আইসোপ্রোপাইল অ্যালকোহল ও এক কাপ অ্যালোভেরা জেল একটি বাটিতে মিশিয়ে চামচ দিয়ে ঘেঁটে নিতে হবে। আর তাতেই তৈরি হবে স্যানিটাইজার। করোনা ভাইরাস রোধে পুলিশের পক্ষ্য থেকে এই ‘হোম মেড’ স্যানিটাইজার তৈরি করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে খবর।