July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

স্বাগত ২০২৩

সময়ের সাথে সাথে আরও একটি বছরকে বিদায় জানালাম আমরা । আমরা হয়ত হিসেব করছি এই চলে যাওয়া বছরটিতে কি পেয়েছি কি পাইনি? কিন্তু আমাদের এই হিসেবের তোয়াক্কা না করে সময় এগিয়েই চলছে।

সময়ের প্রবাহমান গতিতে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি ২০২৩ এর দরজায় | ইংরেজি শুভ নববর্ষের সূচনা লগ্নে টিভি বাংলার দর্শককে জানাই নববর্ষের শুভেচ্ছা |

পৃথিবীব্যাপী সব যুদ্ধ ঝামেলা সত্ত্বেও মানুষ আশা ছাড়তে পারে না একটা ভালো আগামীকালের |
সময়ও যেন আমাদের আবার সুযোগ দিছে আরো একটা নতুন বছর নিয়ে এসে |
এই নতুন বছরে যেন সব যুদ্ধ-মহামারীর অবসান হয়ে পৃথিবীতে স্থাপিত হয় চিরশান্তি |
এই আশা নিয়ে সবাইকে জানাই হ্যাপী নিউ ইয়ার..2023