সোনা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। ঘটনাটি ঘটেছে, খণ্ডঘোষ থানার অন্তর্গত গৌরাঙ্গ রোড মোড়ের কাছে। ধৃতের নাম শেখ মতিলাল। সূএের খবর, অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে কর্মচারী প্রদীপ গোস্বামীর সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন শ্রীকান্ত। তাঁর কাছে একটি ব্যাগ ছিল, তাতে সোনা-রুপোর গয়না সহ নগদ ১৫ হাজার টাকা ছিল। এরপর আচমকা বাইকে করে এসে তিন যুবক শ্রীকান্তবাবুর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাতে বাঁধা দিতে গেলে দুস্কৃতিদের সাথে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় শ্রীকান্তবাবুর পায়ে গুলি করেন এক দুস্কৃতি। এরপর তার ব্যাগটি ছিনতাই করে পালায় তারা। বুধবার গভীর রাতে ওই এলাকাতে সন্দেহজনক ভাবে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে হাতেনাতে ধরা হয় ওই ব্যক্তিকে। এরপর তাকে চাপ দিলে, বেড়িয়ে আসে ছিনতাইয়ের কথা। জানা গিয়েছে, তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ বাকি ধৃতদের খোঁজ পেতে মতিলাল কে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায়। ঘটনায় গুরুতর জখম শ্রীকান্তকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গিয়েছে।