বাংলার বঞ্চিত মানুষের হকের পাওনা আটকাতে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার অর্থ রাজ্যকে যাতে না দেওয়া হয় সেই আর্জি জানান। পাশাপাশি আরও একধাপ এগিয়ে রাজ্যের সরকার যাতে কোনও ঋণ না পায় সেই ব্যবস্থা করার আবেদন জানান।
প্রসঙ্গত, বাংলার সরকার যাতে আর কোনও ঋণ না পায় আপ্রাণ চেষ্টা তিনি করবেন। আগেই জানিয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করে তিনি যে বাংলার ঋণ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তা জানিয়েছেন শুভেন্দু নিজেই। যদিও অমিত শাহের সঙ্গে তাঁর কী কথা হয়েছে তা বলতে চাননি তিনি। সূত্রের খবর, দ্রুত সিএএ লাগু করার দাবি জানানোর পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে এক মহিলাকে রাজ্যসভায় পাঠানোর আর্জি জানান।
More Stories
বিশ্বসেরা এ আই পরিকাঠামো তৈরিতে নজর কারলো জিও
ব্রাজিলের ৪১ টি ম্যাকাও কে স্থানান্তরিত করা হলো ভানতারায়
শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বললেন মুকেশ আম্বানি!