গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক তরুণ মজুমদার | হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ।
তবে এখনই উডবান ওয়ার্ডে স্থানান্তরিত করা হচ্ছে না তাকে | তবে পরিচালকের রক্তচাপ নিচের দিকে থাকায় সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে, মেডিকেল বোর্ড তরুণ মজুমদারের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে | ফুসফুসে সংক্রমণ রয়েছে বর্ষিয়ান পরিচালকের | পাশাপাশি হৃদযন্ত্র বিকল হওয়ার মতো পরিস্থিতি | এছাড়াও গত ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন পরিচালক | গত সপ্তাহে মূলত কিডনির সমস্যা নিয়ে এসএসকেএম এর উডবান ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়