December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্ত্রীর মুন্ডু কেটে থানায় গিয়ে জাতীয় সংগীত গাইল যুবক, ঘটনায় চাঞ্চল্য উত্তরপ্রদেশে

পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে।তারপর তাঁর মুন্ডু কেটে সোজা পৌঁছে যায় থানায়। সেখানে গিয়ে জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে সঙ্গে ভারতমাতা কি জয় বলেও স্লোগান দেয়। শনিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জাহাঙ্গীরবাদ থানায়।

সূত্রের খবর, মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে হত অখিলেশ রাওয়াত ও তার স্ত্রীর মধ্যে। কিন্তু ঘটনার দিন শনিবার তা চরমে পর্যায়ে পৌঁছে যায়। জানাযায়, বচসার জেরে রাগের মাথায় আচমকা স্ত্রীকে খুন করে অখিলেশ। তারপর তাঁর মুন্ডু কেটে নিয়ে হাঁটতে হাঁটতে সোজা জাহাঙ্গীরপুর থানার সামনে গিয়ে পৌঁছায়। হঠাৎ এক যুবক মহিলার কাটামুন্ডু নিয়ে থানার সামনে এসেছে দেখে প্রথমে হকচকিয়ে যান সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা। পরে অখিলেশের হাত থেকে তার স্ত্রীর কাটামুন্ডুটি নেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু, তা দিতে রাজি হয়নি ওই যুবক। মুন্ডুটি নিয়ে উভয়পক্ষের মধ্যে যখন টানাটানি হচ্ছে সেসময় হঠাৎ গলা ছেড়ে জাতীয় সংগীত গাইতে আরম্ভ সে। “ভারতমাতা কি জয়” বলে স্লোগানও দিতে থাকে। কিছুক্ষণ বাদে অবশ্য তার থেকে স্ত্রীর কাটামুন্ডুটি ছিনিয়ে নিতে সক্ষম হন পুলিশকর্মীরা।এরপর যুবকটিকে গ্রেপ্তারও করা হয়।