
নিয়োগ দুর্নীতি মামলা জামিন পেয়েছেন মানিক পত্নী | তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে নির্দেশ খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ | স্ত্রীর জামিনে কিছুটা হলেও হাইকোর্টে স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য |
প্রসঙ্গত, দুর্নীতি মামলায় এখন ইডির হেফাজতে মানিক ভট্টাচার্যের | নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে নাম ছিল তার স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকের | এরপর যখন আদালতে আত্মসমর্পণ করতে যান তখন অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন । প্রায় ছয় মাস জেলবন্দি ছিলেন মানিক-পত্নী | এরপর এক লক্ষ টাকা bond এ শর্তসাপেক্ষে অবশেষে মানিক পত্নীকে জামিন দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ | ইডি বিশেষ আদালতে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারীকে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়