নিয়োগ দুর্নীতি মামলা জামিন পেয়েছেন মানিক পত্নী | তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে নির্দেশ খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ | স্ত্রীর জামিনে কিছুটা হলেও হাইকোর্টে স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য |
প্রসঙ্গত, দুর্নীতি মামলায় এখন ইডির হেফাজতে মানিক ভট্টাচার্যের | নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে নাম ছিল তার স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকের | এরপর যখন আদালতে আত্মসমর্পণ করতে যান তখন অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন । প্রায় ছয় মাস জেলবন্দি ছিলেন মানিক-পত্নী | এরপর এক লক্ষ টাকা bond এ শর্তসাপেক্ষে অবশেষে মানিক পত্নীকে জামিন দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ | ইডি বিশেষ আদালতে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারীকে।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী