December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্কুল থেকে দেওয়া হয়েছে রহস্যজনক ফর্ম

স্কুলে ফর্ম বিলি করা নিয়ে ধুন্ধুমার হাওড়ার পাঁচপাড়া হাই-মাদ্রাসা হায়ার সেকেন্ডারি স্কুল চত্বর। স্কুলের গেটে তালা লাগালেন সংখ্যালঘু অভিভাবকরা। অভিযোগ স্কুলে এনআরসি-র ফ্রম বিলি করা হচ্ছে। মঙ্গলবার সকালে এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়। স্কুলের মধ্যে বন্ধ করে রাখা হয় হেডমাস্টারকে। ঘটনা এতটাই বড় আকার নেয় যে সাঁকরাইল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে এলাকায়। সূত্রের খবর, একটা স্বেচ্ছাসেবী সংগঠন মাস তিনেক আগে ওই স্কুলে ছাত্রদের মধ্যে একটি সার্ভে করতে চেয়ে এই ফর্ম বিলি করে। তাতে যে এমনটা হবে বুঝতে পারিনি। হেডমাস্টার বুদ্ধদেব দাসের দাবি, এক স্বেচ্ছাসেবী সংগঠন স্কুলে এসেছিল। চাইল্ড কমিশন নামে সেই স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্রদের মধ্যে এই ফর্ম বিলি করে। কিন্তু তা নিয়ে যে এমন কাণ্ড হবে আন্দাজ করতে পারেননি স্কুলের হেডমাস্টার। তিনি এমনটাই জানিয়েছেন।