April 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবান্ন অভিযানে শামিল করতে চান চাকরিহারারা

অভয়ার বাবা-মার পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবান্ন অভিযানে শামিল করতে চান চাকরিহারারা। ‘দাদা’কে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার, পয়লা বৈশাখের দিন তাঁর বেহালার বাড়িতে পৌঁছে যান বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তিন প্রতিনিধি। কিন্তু হতাশ হতে হয় তাঁদের। বাড়ির সামনের পুলিশকর্মীরা তাঁদের ফিরিয়ে দেন। এমনকী, চিঠিটাও দিতে পারেননি চাকরিহারারা।

এদিন বিকেলে চাকরিহারাদের তিন সদস্য় দেবাশিস বিশ্বাস, শুভদীপ ভৌমিক এবং সত্যজিৎ গিয়েছিলেন বেহালায় ‘মহারাজে’র বাড়িতে। তাঁদের কথায়, সৌরভ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। তাই চাকরিহারারা চেয়েছিলেন যাতে তিনি মধ্যস্থতা করে বৈঠকে ব্যবস্থা করতে পারেন। আর না হলে ২১ এপ্রিলের নবান্ন অভিযানে যেন তিনি শামিল হন, ‘ক্যাপ্টেন’কে সেই আমন্ত্রণ জানাতেই গিয়েছিলেন তাঁরা। কিন্তু সৌরভের বাড়ির বাইরে থাকা নিরাপত্তারক্ষীরা সাফ জানিয়ে দেন, এভাবে দেখা করা সম্ভব নয়। চিঠিও দেওয়া যাবে না। তাই খানিকটা হতাশ হয়েই তাঁদের ফিরতে হয়।