প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি বিজ্ঞাপনে ব্যবহার করে কম দামে ফ্ল্যাট ও বাংলো বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারনা। অভিযোগ উঠেছে লেকটাউনের একটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে। সূত্রের খবর, কয়েক বছর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি বিজ্ঞাপনে ব্যবহার করে ওই সংস্থা প্রথম সারির একটি বাংলা দৈনিকে বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন দেখে বহু মানুষ ওই সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। এরপর তাদের কাছ থেকে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেয়। এরপর বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও ফ্ল্যাটের হস্তান্তর করেনি রিয়েল এস্টেট সংস্থাটি। এমনকি মেয়াদ পেরিয়ে গেলেও বুকিং অ্যামাউন্ট ফেরত দেয়নি সংস্থা। বাজার থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালাবার ছক কষেছিলেন ওই সংস্থার কর্মকর্তারা। শেষে সব জালিয়াতি ধরা পড়ল। জানা গিয়েছে, প্রতারিতদের তালিকায় রয়েছেন টালিগঞ্জের খ্যাতনামা চিত্রপরিচালকও।