করোনা আতঙ্কে ইতিমধ্যে থরহরি কম্প তিলোত্তমা বাসী। এবার উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন শহরের একই পরিবারের ছয় সদস্য। প্রত্যেকেই ভরতি রয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, কলকাতার মেটিয়াবুরুজের এক পরিবারের ছয় সদস্য আক্রান্ত। দেড় বছরের শিশু ও অন্তঃসত্ত্বাও রয়েছেন আক্রান্তদের মধ্যে। প্রত্যেকেই ভরতি শহরের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, “এখনই আতঙ্কের কোনও কারণ নেই। উদ্বেগজনক পরিস্থিতি নয় আক্রান্তদের। কয়েকদিন পর্যবেক্ষণে রাখলেই ধীরে ধীরে সেরে উঠবেন তাঁরা।” তবে আক্রান্তদের মধ্যে দেড় বছরের শিশু এবং অকজন অন্তঃসত্ত্বা রয়েছেন বলে বিশেষ ভাবে নজরদারিতে রাখা হয়েছে তাঁদের। গর্ভস্থ শিশু যাতে সুস্থ থাকে সেইদিকে নজর রাখা হয়েছে। নিরাপত্তার খাতিরে আক্রান্তদের পরিচয় গোপন রাখা হয়েছে বলে খবর।