সোশ্যাল মিডিয়া এবার এক ফ্রেমে দেখা গেল সোহমের সাথে সৌরভ গাঙ্গুলী এবং ডোনা গাঙ্গুলী কে | সৌরভ গাঙ্গুলীর একমাত্র মেয়ে সানা এখন লন্ডন্স গ্লোবাল ইউনিভার্সিটি তে পড়াশোনা করেন | আর সেই সূত্রে, ডোনা গাঙ্গুলী থাকেন লন্ডনে | এবার সেখানেই ছুটি কাটাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।
লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই দেখা হয়ে যায় অভিনেতা সোহম চক্রবর্তী এর সঙ্গে | এরপর বেশ কিছুটা সময় তারা একসাথে কাটান | তারপরে সেলফি তুলে তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ার | সোহম চক্রবর্তী ছবির পোস্টে লিখেছেন, “এত সুন্দর একটি সন্ধের জন্য সৌরভ গাঙ্গুলী দাদা ও ডোনা গাঙ্গুলীকে ধন্যবাদ | সত্যি খুব ভালো সময় কাটলো” | এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে এই সন্ধ্যাটা তারা একসঙ্গে কাটিয়েছেন।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়