সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত | আর সেই পোস্ট ঘিরেই সরগরম সোশ্যাল মিডিয়া | তবে টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত একেবারে চুপ থাকলেন না | নেটিজেনদের একাংশকে এক হাতে নিয়ে ট্রল এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন তিনি | সম্প্রতি সেই পোস্টে দেখা গিয়েছে অভিনেত্রীকে ছিড়া জিন্সের শার্ট পড়ে | তবে বেশিরভাগই বোতামই খোলা | আর তা থেকে স্পষ্ট অন্তর্বাস |এমন ছবি দেখে নেটিজেন এর একাংশ ট্রোল শুরু করেছেন অভিনেত্রী কে নিয়ে | আর এর প্রতিবাদ করলেন অভিনেত্রী |
তবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া নতুন ঘটনা নয় | অভিনেত্রীদের প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয় | একই পথ ধরে এবার প্রতিবাদ করলেন স্বস্তিকা দত্ত |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়