December 28, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পরমব্রত পিয়া

পরমব্রত পিয়ার বিয়ের পরই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন তারা | তবে এই নিয়ে কোনভাবেই কোন প্রতিক্রিয়া দিতে নারাজ অনুপম | অন্যদিকে, নেট দুনিয়ায় পরম ব্রত ঘর বেধেছেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সাথে |আর এর পরই নেট দুনিয়ায় ‘বউ চোরে’র অপবাদ পেয়েছেন পরম |

প্রসঙ্গত সোমবার দুপুরে রেজিস্ট্রি | বিয়ে করেন পরমব্রত ও পিয়া সন্ধ্যায় রিসেপশন রেখেছিল তিনি | রিসেপশন পার্টি শুরু হওয়ার আগে পরমব্রত জানিয়েছেন, “বেশি বয়সের বিয়ে হলে কেমন লাগে, ঠিক তেমনি লাগছে | এই বিয়েটা প্রথম থেকে প্রাইভেট চেয়েছিলাম | শুধুমাত্র পরিবারের লোকজনে উপস্থিত ছিল। দেখি পরে হয়তো একটা অনুষ্ঠান করব সেখানে সবাই নিমন্ত্রণ পাবেন” |