ক্যামেরার সামনে মোহময়ী হয়ে পোজ দিয়েছেন সোহিনী সরকার | পিঠের উপর লম্বা চুল | ঠোটের ফাকে আঙ্গুল | ছবি দেখে স্পষ্ট তার দুষ্টুমি ভরা লুক | সিনেমা সিরিজের পাশাপাশি মঞ্চে অভিনয় করছেন সোহিনী সরকার | বর্তমানে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত “মন্দার” ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে | সেই ছবিতে অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছেন অভিনেত্রী |
এবারে ক্যামেরার সামনে মোহময়ী হয়ে ধরা দিয়েছে অভিনেত্রী | কোন কারণ ছাড়াই ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় | হ্যাস ট্যাগ এ শুধুমাত্র কিছু শব্দ ব্যবহার করেছেন আর নায়িকা | সোহিনীর এই রূপে মুগ্ধ নেটিজেনরা |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়