ফের শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রায়পুর এলাকায়। মৃত্যু হয়েছে নারায়ণ বিশ্বাস নামের এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ। সূত্রের খবর, এদিন সকালে রায়পুরের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে নিজের পুকুরে মাছেদের খাবার দেওয়ার জন্য যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় চারজন মুখঢাকা দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী মাঠের মধ্যে পড়ে যায়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য। ইতিমধ্যেই খুনের কারন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।