January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সেবা সপ্তাহকে সামনে রেখে উপস্বাস্থ্য কেন্দ্রের চারপাশে জঞ্জাল সাফাই করল বিজেপির যুব মোর্চা, বৃক্ষ রোপন করে সবুজায়নের বার্তা

বালুরঘাট, সেবা সপ্তাহ উপলক্ষে জঙ্গল পরিষ্কার ও স্বচ্ছতা অভিযান পালন করল বিজেপির যুব মোর্চা। মঙ্গলবার যুব মোর্চার তপন মন্ডল কমিটির পক্ষ থেকে হরসুরা পঞ্চায়েতের মালাহার উপস্বাস্থ্য কেন্দ্রের আশপাশের এলাকায় জঙ্গল পরিষ্কার করা হয়। একই সাথে করোনা থেকে বাঁচাতে পথচলতি প্রায় ৭০ জন মানুষকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হয়েছে। এছাড়াও পরিবেশ দূষণ রোধে স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে ১০ টি চারা গাছ রোপন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত, জেলা সম্পাদক বিভাস সরকার ও কাজল বর্মন, জীবমন্ডল সভাপতি কানাই বর্মন সহ অন্যান্য কর্মকর্তারা।
যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন, সেবা সপ্তাহ উপলক্ষে স্বচ্ছতা অভিযানের উপর জোর দেয়া হয়েছে। এদিন তপনে মালাহার উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় জঞ্জাল পরিষ্কার করা হয়। আগামীতেও তাদের এমন কর্মসূচি চলবে।