July 1, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’

আমির খানের ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে যেন জটিলতার অন্ত নেই। সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ছবিটি। সূত্রের খবর, কমপক্ষে পাঁচটি বদল করতে বলা হয় ছবি নির্মাতাকে। সেই অনুযায়ী পরিবর্তনও নাকি করা হয়েছে। আর তারপরই ছবি মুক্তির সবুজ সংকেত পেয়েছে।

আগামী ২০ জুন মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’। আরএস প্রসন্নর এই ছবিতে গত সোমবার কাঁচি চালায় সেন্সর বোর্ড। সূত্রের খবর, বেশ কয়েকটি পরিবর্তনের কথা বললেও তাতে রাজি হননি প্রযোজক। যদিও পরে রিভাইজিং কমিটি বেশ কয়েকটি পরিবর্তনের কথা বলে। সূত্রের খবর, ছবিতে দেওয়া ডিসক্লেমারটিকে বদলাতে বলা হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভয়েস ওভার ব্যবহার করতে হবে। ‘বিজনেস ওম্যান’ শব্দটি বদলে ‘বিজনেস পার্সন’ করতে হবে। ‘মাইকেল জ্যাকসন’-এর বদলে ‘লাভবার্ডস’ করতে হবে। বাদ দিতে হবে ‘কমল’ শব্দ। কী কারণে এই পরিবর্তন, তা অবশ্য স্পষ্ট নয়।