
শ্রীহরিকোটা থেকে এবার সূর্যের উদ্দেশ্যে রওনা দিল আদিত্য L1 | দূরে সূর্যের কাছাকাছি কোথায় স্থাপন করা হবে আদিত্যকে তা নিয়ে প্রশ্ন সকলের মনে | সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে তথ্য পাঠাবে আদিত্য ।
সূর্যের উপরের অংশ পর্যালোচনা করবে আদিত্য এল ওয়ান | এটিকে বলা হয় ক্রোমোস্ফিয়ার ও করোনা | করোনা হলো সূর্যের সবথেকে বাইরের অংশ । এরপরে রয়েছে কমোস্ফিয়ার | আস্তে আস্তে আদিত্যর গতি বাড়িয়ে সূর্যের উদ্দেশ্যে উড়ে যাবে | শেষ পর্যন্ত সূর্যের হ্যালো অরবিট স্থাপন করা হবে আদিত্য এল1কে | পৃথিবী থেকে এর দূরত্ব 15 লক্ষ কিলোমিটার | এই সফরে মোট সময় লাগবে ১২৭ দিন ।
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে