কিউয়িদের বিরুদ্ধে সুপার ওভারে দুর্দান্ত জয়ের মাধ্যমে ইতিহাস গড়ল ভারত। আর এই তৃতীয় ম্যাচে জয়ের সাথে সাথেও এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শামির চাচা ছোলা বোলিংয়ে ইনিংস শেষ হয় ১৭৯ রানে। এরপর পালা আসে সুপার ওভারের।
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে যায় কিউয়িরা। জশপ্রীত বুমরাহর ওভারে ১৭ রান তুলে নিলেন দুই কিউয়ি ব্যাটসম্যান। ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। এরপর জবাবে ব্যাট হাতে নামেন ফর্মে থাকা রাহুল এবং রোহিত।টিম সাউদির প্রথম চার বলে ভারত তোলে মাত্র ৮ রান। শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রানের। তখনই শুরু রোহিতের ম্যাজিক। শেষ দুই বলে জোড়া ছক্কা হাকিয়ে দলকে জিতিয়ে দিলেন হিটম্যান। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে ৩-০-র অপরাজেয় ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।