সুখের সংসার এবার নাকি ভাঙতে চলেছে | সোশ্যাল মিডিয়ায় এমনই শোরগোল শোনা যাচ্ছে | বচ্চন পরিবারে অশান্তির ঝড় এবার প্রকাশ্যে আসছে | তবে অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় বৌমা ঐশ্বর্যকে আনফলো করেছেন অমিতাভ বচ্চন | এইসবের মাঝেই হঠাৎই জুনিয়ার বাচ্চাদের পোস্ট ঘিরে চাঞ্চল |
অভিষেক বচ্চন সোশ্যাল মিডিয়ায় লিখলেন” টুক করে সময়টা কেটে গেল | এলওসি কার্গিলের কুড়ি বছর দেখতে দেখতে কেটে গেল | ভারতীয় সেনাদের বিরুদ্ধে গল্প বলেছিল ওই ছবি | আমাকে এই ছবিতে নেওয়ার জন্য ধন্যবাদ” । প্রসঙ্গত, ১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙ্গন নিয়ে কম জল ঘোলা হচ্ছে না | শোনা যাচ্ছে, শাশুড়ি ও ননদের সঙ্গে ঐশ্বর্য সম্পর্ক প্রায় তলানিতে থেকে যায় | পাশাপাশি দাম্পত্য জীবনের কলহ বাড়ছে | সম্প্রতি বা অর্চিশ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ঐশ্বর্য | সেখানে দেখা গেল তার আঙুল একেবারে ফাঁকা | হাতে নেই বিয়ের আংটি |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান