ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা | একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে | মাদার্সডে তে এক দুর্দান্ত সুখবর শোনালেন অভিনেত্রী নিজে | তিনি জানিয়েছেন আপাতত প্রেগনেন্সির কারণেই অভিনয় থেকে ছোট্ট বিরতি নিয়েছেন তিনি |
ঋতুপর্ণর ধারাবাহিক ‘গানের ওপারে’ মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী বাসবদত্তা | আর তারপর থেকেই দেখা গিয়েছে একের পর এক ধারাবাহিকের মুখ্য চরিত্রে | অভিনয়ের দক্ষতায় তিনি মন কেড়ে নিয়েছেন দর্শকের |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়