
সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে দিয়ে দোকানের ভেতরে চুরি ঘটনা।শহরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিলে শহরের ২ নং ব্রীজ এলাকায়। একটি মোবাইলের দোকানে এবং পানের দোকানে ল্যাপটপ সহ আনুমানিক দেড় লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিল চোরের দল বলে অভিযোগ।প্রতিদিনের মতো শনিবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। পাশাপাশি ভিতরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে।দোকানের ভিতরে ঢুকতেই দোকানদার রবীন পাল দেখে তার দাদার পান দোকানের ভিতরের দরজা ভেঙে মোবাইল দোকানে ঢুকে মোবাইল ফোন,ল্যাপটপ সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে।দোকানের বাইরে লাগানো সিসি ক্যামেরা ভেঙে ফেলে চোর।এমনকি মোবাইল ফোন চুরি করার পর মোবাইল ফোনের খালি বাক্স গুলো দোকানের পাশে ফেলে রেখে যা।এরপরই তিনি পুরো বিষয়টি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন ধূপগুড়ি থানায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌছে প্রাথমিক তদন্ত সেরে ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।
দোকানদার রবীন পাল জানান শনিবার সকালে দাদা দোকান খুলতে এসে দেখতে পায় দোকানের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে।এরপরই দোকানের ভেতরে ঢুকতেই দেখতে পাই প্রায় অনেকগুলি মোবাইল ফোন, ল্যাপটপ সহ মোবাইলের চার্জার সহ বিভিন্ন জিনিস চুরি হয়েছে।তিনি দাবি করেন আনুমানিক দেড় লাখ টাকার জিনিস পত্র চুরি হয়েছে।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা