সিবিআই এর নজরে এবার বিকাশ মিশ্র | আগামী 10 দিন সিবিআই হেফাজতে থাকবে বিকাশ মিশ্র | এরপর 18 এপ্রিল তাকে পেশ করা হবে আদালতে | গতবছর তাকে গ্রেপ্তার করে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই | আসানসোলের সিবিআই আদালতে তোলা হয় বিকাশ মিশ্র কে | তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয় | কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় রাতেই তাকে বর্ধমান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে |
এরপর এদিন আসানসোল বিশেষ আদালতে হাজির করা হয় বিকাশ মিশ্রকে | এবং প্রথমে 15 দিনের জেল হেফাজত দেয় তাকে | আগামী 18 এপ্রিল পর্যন্ত বিকাশ মিত্রকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত |

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা