December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সিধু কানুর বীরযোদ্ধাদের শহীদ দিবস পালন মালদায়

মালদাঃ ২৩শে ফেব্রুয়ারি বীর যোদ্ধা কানুমূমু শহীদ হন। তাই এই দিনে বীরযোদ্ধা সিধূ,কানু শহীদ দিবস উপলক্ষে হবিবপুর ব্লকের রাইসমিল হাট এলাকায় মঙ্গলবার আদিবাসী তৃনমুল কংগ্রেসের ও হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ দিবস পালন করা হয়। এদিন প্রথমে বীর যোদ্ধা সিধু কানু মূর্তিতে ম্যলদান ও পূস্প নিবেদন করে বীর যোদ্ধাদের সন্মান জ্ঞাপন করা হয়। প্রতিবছর হুল দিবস হিসেবে শহীদ দিবস উদযাপন করাহয়ে থাকে । কিন্তু ২৩ ফেব্রুয়ারি ১৮৫৬ সালে বীর যোদ্ধা কানু মূর্মূ ইংরেজ শাসকেরা কানু মূর্মূ ফাঁসি দিয়েছিলে।তাই এই দিনটিকে মনে রেখে হবিবপুর ব্লকের আদিবাসী তৃনমুল কংগ্রেসের ও হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ দিবস পালন করলেন।এদিন উপস্থিত ছিলেন জেলার আদিবাসী সেলের সভাপতি চুনিয়া মূর্মূ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র,জেলার যুব সহ সভাপতি দিপঙ্কর মন্ডল, হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলে সভাপতি বিবেকান্দ মার্ডি,প্রক্তন পঞ্চায়েতসমিতির সভাপতি উরসলা সরেন সহ তৃনমুল কংগ্রেসের কর্মীরা।